স্টাফ রিপোর্টার (আলোকিত শীতলক্ষ্যা) : নারায়নগঞ্জ ফতুল্লার কুতুবপুর মুন্সীবাগ এলাকার মুন্সীবাগ দারুল ক্বারার মাদ্রাসায় উঠান বৈঠকে নারায়নগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান সালমা ওসমান লিপি দৃঢ়তার সাথে আশ্বাস দিয়ে বলেছেন, এ মাদ্রাসার শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করে যাবেন।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বিকালে মুন্সীবাগ দারুল ক্বারার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত মহিলা সংস্থা নারায়নগঞ্জ জেলা শাখার আয়োজনে নারী পাচার, বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি সালমা ওসমান লিপি বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবদুল খালেক মুন্সীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ড.শিরিন বেগম, মহিলা আওয়ামীলীগের মহানগর সভাপতি ও মহিলা সংস্থার পরিচালক ইসরাত জাহান খান স্মৃতি, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জসিমউদ্দিন, আওয়ামীলীগ নেতা আঃ কাইয়ুম সরকার শাহিন, যুবলীগ নেতা নিশাদ আহমেদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
সমাবেশে উপস্থিত হয়ে সালমা ওসমান লিপি তাৎক্ষনিক পানি সমস্যার সমাধানে নলকূপের ব্যবস্থা করে দেন।
Social Share