স্টাফ রিপোর্টার (আলোকিত শীতলক্ষ্যা.কম) : সোনারগাঁয়ের কাচঁপুর থেকে ৩ দিন ধরে ৯ বছর বয়সী তারা আক্তার নামে এক কাজের মেয়ে নিখোঁজ রয়েছে। গত রবিবার (২৫ আগষ্ট) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ওই দিনই সোনারগাঁও থানায় একটি জিডি করা হয়েছে। সোনারগাঁও থানার জিডি নং-৯৫৫।
হারিয়ে যাওয়া মেয়েটি রাজবাড়ী জেলা সদরের আবুল কালামের মেয়ে। সে সোনারগাঁও থানার কাঁচপুর কুতুবপুর এলাহী নগর এলাকার হাজী মফিজুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া জালাল উদ্দিনের ছেলে মোর্শেদ আলমের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো।
জিডিতে উল্লেখ করা হয়, সে প্রতিদিনের মতো সকালে ময়লা ফেলার উদ্দেশ্যে কাউকে কিছু না বলে বাহিরে যায়। পরে মেয়েটি বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করা হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি মেয়েটির সন্ধান পান তাহলে এই নাম্বারে ০১৯৩৯৯০০৪৪৮ যোগাযোগ করার অনুরোধ করা হইলো।
মেয়েটির উচ্চতা আনুমানিক ৩ ফুট, গায়ের রং শ্যামলা, মূখ মন্ডল লম্বাটে, স্বাস্থ্য-মাধ্যম। সে রাজবাড়ীর আঞ্চলিক ভাষায় তোতলা ভাবে কথা বলে। তার পরনে নীল রংয়ের জামা পরিহত ছিল।
Social Share